প্রধানমন্ত্রী ও তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে কটূক্তি করার জের ধরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সিলেটের বাসায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে এম এ মালেকের সিলেটের দক্ষিণ সুরমা তেতলি এলাকার বাসায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল রাতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা সম্পর্কে কটূক্তি করেন। এ নিয়ে সিলেটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে ওই বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা বিএনপির ওই নেতার বাসার কয়েকটি দরজা-জানালা ভাঙচুর করেন। এ সময় আশপাশের বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসার পর হামলাকারীরা পালিয়ে যান।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি।
হামলার বিষয়ে ওসি মনিরুল ইসলাম জানান, মাদকসংক্রান্ত বিষয় নিয়ে অথবা প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে কটূক্তির জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
… [Trackback]
[…] There you will find 92357 more Info on that Topic: doinikdak.com/news/10794 […]
… [Trackback]
[…] Info on that Topic: doinikdak.com/news/10794 […]