ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
ঈদগাঁওতে ব্লাড ডোনারস সোসাইটির উদ্যোগে ইফতার বিতরন 
Reporter Name

এম আবু হেনা সাগর,ঈদগাঁও : কক্সবাজার সদরের ঈদগাঁওর অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে দুই শতাধিক লোকজনের মাঝে ইফতার বিতরন হয়েছে।

২৮শে এপ্রিল বিকেলে ঈদগাঁও বাজারে হাইস্কুল পয়েন্টে অসহায়,হতদরিদ্রদের মাঝে এ ইফতার বিতরন করা হয়। ইফতার সামগ্রী পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন তারা।

এতে অংশ নেন, এডমিন ওয়াসিম মোহাম্মদ রিফাত,মোহাম্মদ নোমান,মডারেটর আরাফাত সানী,আবদুল্লাহ মোহাম্মদ সাঈদ,নুরুল আবছার রানা।

আজীবন সদস্য এম আবু হেনা সাগর, জসিম নাছির উদ্দিন,ওসমান ওয়াহিদ,মোস্তফা কামাল হাসান,ফয়েজ,আমিন,শাকিব,আবছার নজরুল ইসলাম,রাসেল উদ্দিন,শহিদুল, সাইফুল, জিসান সহ আরো অনেকে।

সংগঠনের পক্ষ থেকে আরো মানবিক কাজ করার উদ্যোগ নিয়েছেন বলে জানান সংগঠনের মডারেটর আরাফাত সানী।

x