ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
হাতীবান্ধার তিস্তায় ধরা পড়ল ১০ কেজি ওজনের আইড় মাছ
Reporter Name

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি আইড় মাছ। মাছটি উপজেলার বড়খাতা বাজারের  বিক্রির উদ্দেশ্যে আনলে স্থানীয়  জনতা দেখার জন্য  ভীর জমায় বাজারে,যেন চারিদিকে খুশির ঢেউ।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে তিস্তা নদী থেকে আইড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। পরে ১০ কেজি ওজনের আইড় মাছটি ১০ হাজার টাকায় বিক্রি হয়।

জানা গেছে,  সকালে কয়েকজন জেলে তিস্তা নদীর জাল নিয়ে মাছ ধরতে যায়। এ সময়  নদীতে জাল টেনেও মাছ না পেয়ে হতাশায় পড়েন তারা। পরে আবারও নদীতে জাল টানা শুরু করলে তাদের জালে বিশাল একটি  আইড় মাছটি ধরা পরে। জেলেরা মাছটি পেয়ে দ্রুত উপজেলার বড়খাতা বাজারে নিয়ে আসেন। এ সময় মাছটি ১২ হাজার টাকা দাম উঠান। পরে বাজারের কয়েকজন মিলে জেলেদের কাজ থেকে মাছটি ১০ হাজার টাকায় কিনে নেয়।জেলে মতিয়ার রহমান (৩৫) জানান, নদীতে এতবড় মাছ আমার জীবনে প্রথম জালে উঠেছে আমি খবুই আনন্দিত। তবে তিস্তা নদীতে এত বড় মাছ সহজে ধরা পড়ে না।

উপজেলার বড়খাতা গ্রামের জেলে নাছিম মিয়া (৩২) বলেন, এই করোনা ভাইরাস মুহুর্তেই এই মাছটি বিক্রিয় করে আমাদের তিনি জেলের পরিবার কয়েক দিন ভালভাবে কাটবে।তিস্তা ব্যরাজ এলাকার জেলে কদম আলী জানান, তিস্তা নদীতে মাঝেমধ্যে বড় বড় আইড় ধরা পড়ে। তবে তা সাধারণত পাঁচ-সাত কেজি হয়। তবে ১০ কেজি ওজনের বড় আইড় ধরা পড়েনি।

x