ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫, ০১:১২ অপরাহ্ন
৫ মে পর্যন্ত লকডাউন চলাকালে গণপরিবহন বন্ধই থাকছে
Reporter Name

করোনার বিস্তার রোধে চলমান সর্বাত্মক লকডাউন ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এই লকডাউন চলাকালে গণপরিবহন বন্ধই থাকছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, গণপরিবহন চলাচলের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই আগের মতো গণপরিবহন চলাচল বন্ধই থাকছে।

এর আগে আভাস দেওয়া হয়েছিল ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চলাচল করতে পারে।

‘সর্বাত্মক লকডাউন’ ৫ মে পর্যন্ত বাড়িয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তার মেয়াদ ৫ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হল। তবে দোকানপাট ও শপিং মল সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

x