মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে জমি বিক্রির দালালির টাকা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শাহীন মিয়া (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনাটি মঙ্গলবার রাতে পাটগ্রাম ৫ নং ওয়ার্ডের বানিয়াঢারী নামক এলাকায় ঘটি। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন,দুলাল হোসেন,শামীম হোসেন ওভুট্টু মিয়া।তাদেরকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে।
জনা গেছে , পাটগ্রাম এলাকার মৃত আব্দুল হানিফের পুত্র বুলু মিয়ার জমি বিক্রির দালালি করেন পার্শ্ববর্তী এলাকার সুলতান আলীর পুত্র আব্দুল কাদের। কিন্তুুক জমি বিক্রির দালালির বাবদ বুলু মিয়ার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন আব্দুল কাদের। এ ঘটনা নিয়ে মঙ্গলবার রাতে বুলু মিয়ার সাথে আব্দুল কাদেরের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বুলু মিয়ার লোকজনের হামলায় আব্দুল কাদেরের ভাই শাহীন মিয়া গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত শাহীনের বড় ভাই আব্দুল কাদের বাদী