মল্লিক জামান,রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ দেশ ব্যাপী জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের চলমান অংশ হিসেবে রামপালে উপজেলা প্রশাসন ও বিশেষ ভুমিকা পালন করছে
এই কার্যক্রমের অংশ হিসাবে মঙ্গলবার (২৭ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কবীর হোসেন মোংলা- ঘষিয়াখালী চ্যানেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, এ সময় নিয়ম অনুসরন না করে মাছ শিকারের দায়ে মোবাইল কোর্ট ১০০০ (এক হাজার) মিটার জাল আটক করা হয়। আটককৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এ সময় তার সাথে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, পিআইও মতিউর রহমান, জনস্বা¯’্য প্রকৌশলী ইমরান হোসেন প্রমুখ।