স্টাফ রিপোটার,ঈদগাঁওঃ পাহাড়ে আড়াইশত পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করে চমক সৃষ্টি করে উপ জাতীয় মুসলিম আদর্শ সংঘ নামের সামাজিক সংগঠন।
রমজানের শুরু থেকে এই সংগঠনের উদ্যোগেই অসহায়, হতদরিদ্র ও চলমান করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ঈদগাঁও মড়েল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা:মো ইউসুফ আলীর পৃষ্টপোষকতায় পাহাড়ে এ ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম চলমান রয়েছে। পাহাড়ের লোকজন এ চিকিৎসকের প্রতি কৃতজ্ঞ তাও প্রকাশ করেন।
পাহাড়ী এলাকা লামাতে ৯০, আলিকদমে ২৮, ইয়াংছায় ৬৩, জালালাবাদের তেলিপাড়ায় ৫০ ও
বান্দরবান ২৩ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন উপজাতীয় মুসলিম আদর্শ সংঘ বাংলাদেশ নামের এই সংগঠন। এই ত্রান পেয়ে খুশিতে উৎফুল্ল হন অসহায়রা।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ত্রিপুরার নেতৃত্বে সংগঠনের সদস্যরা বিতরন কার্যক্রমেই অংশ নেন। সভাপতি বলেন, পাহাড়ে ডা: মো: ইউসুফ আলীর অর্থায়নে কর্মহীন, অসহায়দের মাঝে চাউলসহ ইফতার সামগ্রী বিতরন করতে পেরেই নিজেকে গর্ববোধ করছি।
… [Trackback]
[…] There you will find 4109 additional Information on that Topic: doinikdak.com/news/10289 […]