ঢাকা, শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী পালন
Reporter Name

স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভূরাখালি গ্রামের কৃতী সন্তান প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদ এর ১৬ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সদস্য আংগুর মিয়া, নুরুল হক, আফু মিয়া, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, যুবলীগ নেতা রেজাউল হাসান রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমূখ। এতে প্রয়াত সামাদ আজাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আজমল হোসেন জামী।

x