মোঃ ইউনুস আলী- নড়িয়া(শরীয়তপুর) প্রতিনিধিঃ শরীয়তপুর নড়িয়া উপজেলার কেদারপুর যুবলীগ নেতা দিপু ঢালীর উপর হামলা চালায় ইকবাল ভূইঁয়ার ছেলে সাকিল ভূইঁয়ার সন্ত্রাসী বাহিনী। এতে তিনি গুরুত্বর আহত হন।
আহত অবস্থায় দিপুকে একাকার লোকজন নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এব্যাপারে তিনি বলেন দীর্ঘদিন যাবৎ সাকিল ভূইঁয়া বিভিন্ন অপকর্ম করে আসছে তাকে সাবধান করায় তার উপরে হামলা চালায়। তাই এলাকায় উওেজনা বিরাজ করছে। এব্যাপারে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন এবং শাস্তির দাবি জাজান ভুক্তভোগীর স্বজনেরা।
নড়িয়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা অবনী শংকর বলেন এব্যাপারে সুস্থ তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। সে যেই হোক অপরাধীদের কোন ছার দেওয়া হবেনা।