আইপিএলে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে মোস্তাফিজ তুলে নেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলের অন্যদেরও নিয়ন্ত্রিত বোলিংয়ে দিল্লীকে দেড়শর মধ্যে আটকে রেখেছে রাজস্থান। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দিল্লীর সংগ্রহ ১৪৭ রান।
ক্যাপিটালস অধিনায়ক রিশাব পান্ত করেন সর্বোচ্চ ৫১। রান আউট হয়ে ফেরা এ তরুণের ৩২ বলের ইনিংসে চারের মার ৯টি।