ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন
ফরিদপুর জেলা পুলিশের বদান্যতায়  মা ও ছেলে দুজনেই খুশি 
মোঃরিফাত ইসলাম, জেলাপ্রতিনিধি ফরিদপুরঃ
জেলা পুলিশের বদান্যতায় অনেক খুশি হাড়োকান্দির  মা ও তার ছেলে।দুদিন আগে পথে পথে তারা ভিক্ষা করে জীবন অতিবাহিত করছিলেন।আজ সকালে জেলা পুলিশ এর পক্ষ থেকে  থেকে তাদের জন্য খাদ্য সামগ্রী পাঠানো হলে তারা খুব খুশি হন।একই সাথে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম কে ধন্যবাদ জানান। এই বিপদের সময় তাদের  পাশে থাকার জন্য। এছাড়া ধন্যবাদ জানান জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য কে।
এক প্রতিক্রিয়ায় তারা বলেন জেলা পুলিশ এই অসময়ে তাদের সাহায্যের জন্য যেভাবে এগিয়ে এসেছে তাতে শুধু মানবিক গুণ নয়। একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ধরনের মানসিকতা  দেখিয়েছেন তাকে আমরা স্যালুট জানাই।শুধু মা ছেলে নয় জেলা পুলিশ তাদের এই  বিপদের দিনে যে সহযোগিতা করেছেন তাতে পুরো গ্রামবাসী তাদের স্যালুট জানিয়েছেন।একই সাথে মাননীয় পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম এর সুস্বাস্থ্য সুস্থতা কামনা করেছেন।উল্লেখ করা যেতে পারে ৩ আগস্ট শহরের পৌরসভার সামনে , ফরিদপুরে খাবারও সাহায্যের আশায় অন্ধ ছেলেকে নিয়ে ভিক্ষা করছেন মা, শিরোনামের একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদটি ফরিদপুর জেলা পুলিশের নজর আসার পর পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম এর নির্দেশে মা ও ছেলেকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করে জেলা পুলিশ।উল্লেখ করা যেতে পারে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে প্রায় প্রতিদিনই অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসাহায্য, করণা আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসাসেবা, এবং অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করা সহ, মৃতদেহ সৎকার কিংবা দাফনের মত কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সাথে করোনা মহামারীতে সাধারণ লোকের আস্থার প্রতীকে পরিণত হয়েছে ফরিদপুর জেলা পুলিশ।
2 Attachments

Leave a Reply

Your email address will not be published.

x