ঢাকা, রবিবার ০৯ মার্চ ২০২৫, ১০:২০ অপরাহ্ন
বানারীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
নাহিদ সরদার ,বানারীপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বানারীপাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃততে শ্রদ্ধা নিবেদন করা হয়।

২৭ জুৃলাই (মঙ্গলবার) বিকাল ৫ টা ৩০ মিনিটে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদার,সহ-সভাপতি সামসুল হক,সহ-সভাপতি শাহিন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাওন,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাহেব আলী,বিমল,মোঃ রুবেল ডাকুয়া, পৌর শাখার সদস্য মোঃ রুবেল বেপারি,ফেরদৌস আন নুর প্রমুখ।

প্রসঙ্গত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে আওয়ামীলীগের অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে প্রমাণ রেখেছেন।

x