রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া, খুলনা: রবিবার বিকেলে খর্নিয়া বাজারে সাইফুল ইসলাম মোড়ল ও জিল্লুর রহমানের অর্থয়নে ৪টি অক্সিজেনের মাধ্যমে মানুষের সেবার শুভ উদ্বোধন ও উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওশের আলী সদস্য সচিব, সালেহা ওহার শিক্ষা প্রকল্প।
প্রধান অতিথি : এস এম নুরুল ইসলাম,সালেহা ওহার শিক্ষা প্রকল্প সভাপতি।বিশেষ অতিথি : অধ্যক্ষ মহিববুর রহমান দপ্তর সম্পাদক,সালেহা ওহাব শিক্ষা প্রকল্পা।
খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদার হোসেন দিদার,শেখ হেফজুর রহমান, ভিলেজ সুপার মার্কেটে সভাপতি ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা,
ইউ পি সদস্য শেখ রবিউল ইসলাম,বক্তব্য রাখেন জিন্নাত আলী, শেখ জাহিদুর রহমান, আবু দাউদ খান , রাহুল মলিক, তপন আব্দুর রহমান, সালেহা ওহাব শিক্ষা প্রকল্প। সাইফুল ইসলাম মোড়লের ছেলে মোঃ আলিফ মোড়ল মোঃ আবির মোড়ল প্রমুখ।।সার্বিক সঞ্চালন করেন মো: শরীফ মোড়ল সদস্য, সালেহা ওহাব শিক্ষা প্রকল্প ।আমেরিকা প্রবাসী মোঃ সাইফুল ইসলাম ও জিল্লুর রহমানের এই মহাত উদ্যোগে খর্নিয়া বাসী স্বাগত জানান।