ঢাকা, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষ বিশ্ব মিডিয়ায়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। মার-মার কাট-কাট অবস্থা। দু’দলের খেলায় গ্যালারিতে দর্শকদের মারামারির ঘটনা অনেক ঘটেছে।

এমনকি মাঠের ফুটবলাররাও সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। ১৯৪৬ সালের সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে হাই ইন্টেনসিটির ম্যাচে  দু’দলের খেলোয়াড়দের মারামারির ঘটনা ফুটবল ইতিহাসকে কলঙ্কিত করেছে।

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের সেই উত্তেজনার প্রভাব পড়েছে হাজার মাইল দূরের বাংলাদেশেও। পেলে-ম্যারাডোনা, রোনালদো-বাতিস্তুতার সময়েও যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করত বাংলাদেশে, বর্তমানে মেসি-নেইমারদের দ্বৈরথেও সেই উত্তাপ একটুও কমেনি ।

চলমান কোপা আমেরিকায় সেই বিষয়টি সুস্পষ্ট। বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উন্মাদনা। দুই দলের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি স্বাভাবিক ব্যাপার। তবে মাঝেমধ্যে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

বাকবিতণ্ডা থেকে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। এমনকি বেদম পিটুনির মতো ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের দারস্থ হতে হয়।

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া নিয়ে সম্প্রতি কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে  ব্রাহ্মণবাড়িয়া জেলায়।  যেখানে ৩ আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলভক্তরা বেদম পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

এর আগে নওয়াব মিয়া নামে এক ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনাভক্তদের হামলায় মাথা ফেটে যায়। হাসপাতালে দিতে হয় সেলাই।

এ ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা খবর প্রকাশ করেছে। এছাড়া ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের খবরও প্রকাশ করে তারা।

এরপরই  তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

One response to “ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষ বিশ্ব মিডিয়ায়”

  1. … [Trackback]

    […] Read More Info here on that Topic: doinikdak.com/news/34388 […]

Leave a Reply

Your email address will not be published.

x