মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রকাশ্যে অর্থের বিনিময়ে জুয়া খেলায় মোঃ এনায়েত হোসেন তালুকদার (৬০), মোঃ মুজিবুর রহমান বেপারী (৫৭), মোঃ নয়ন তালুকদার (৪০) ও মোঃ পলাশ (৩৫) নামে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার(১ জুলাই) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্যবাঘড়া সাকিনস্থ এনায়েত হোসেন তালুকদারের বাড়ীর ভিতর থেকে ০৩ সেট তাস, জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৭হাজার ৫শত টাকা ও ৪ টিমোবাইলসেটসহ তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত জুয়াড়ি মোঃ এনায়েত হোসেন তালুকদার (৬০), উপজেলার মধ্যবাঘড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেন তালুকদারের ছেলে, মোঃ মুজিবুর রহমান বেপারী (৫৭), একই গ্রামের মৃত খোশাল বেপারীর ছেলে, মোঃ নয়ন তালুকদার (৪০) একই গ্রামের মৃত তোতা তালুকদারের ছেলে ও মোঃ পলাশ (৩৫) একই গ্রামের মৃত আঃ মালেকের ছেলে।
র্যাব-এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আবু ছালেহ দের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে তাস দ্বারা প্রকাশ্যে অর্থের বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত জুয়াড়ি মোঃ এনায়েত হোসেন তালুকদার এর ঘর দিন প্রতি ৫০০ টাকা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে নিয়মিত প্রকাশ্যে জুয়া খেলে আসছিল। দিন দিন অর্থের বিনিময়ে জুয়া খেলা বৃদ্ধি পাচ্ছে। তাই র্যাবের প্রকাশ্যে অর্থের বিনিময়ে জুয়া খেলা বিরোধী অভিযান অব্যহত থাকবে।
উক্ত জুয়াড়িদের বিরুদ্ধে শ্রীনগর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।