মনজুরুল করিম সভাপতি, মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ২০২৫-২০২৬ সেশনের কেন্দ্রীয় কাউন্সিল ৬ মে, মঙ্গলবার, বাদ এশা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।
বিদায়ী সভাপতি মাহবুবুর রহমান ফরহাদের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. মনজুরুল করিম মহসিনকে সভাপতি, এস এম মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও ইমাদ উদ্দিন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, মারুফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরাম কুতুবী, আহমদ রায়হান ফারহী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী রাব্বি রতন, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জামাল আহমদ, মুসলেহ উদ্দিন কাওছার, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক জিল্লুর রহমান, সহ-অফিস সম্পাদক আরিফুল হোসাইন, উবায়দুর রহমান শাহান, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক নাসির খাঁন, ছাদেকুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাপ্পি, শোয়াইব আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা ইয়াসিন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, আব্দুল্লাহ আল মামুন, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, সদস্য- আমিমুল ইহসান তাহসিন, এম. শামছ উদ্দিন, রেজাউল করিম, হাবিবুর রহমান, আব্দুস সামাদ, শামসুদ্দিন মামুন, মো. মাহমুদুল হাসান, আরিফ হোসাইন সামাদ, জিবান আহমদ, বুরহান আহমদ, নাজমুল ইসলাম, কাজী আহবাব দস্তগীর, মহসিন আহমদ।
188v Trong quá trình trải nghiệm bet thủ chắc chắn sẽ cảm thấy thích thú và dành chiến thắng dễ dàng bởi hệ thống tính năng hỗ trợ được thiết kế đầy đủ. Mỗi siêu phẩm săn thưởng còn được cung cấp bí kíp riêng giúp bạn tối ưu chiến thắng nhanh chóng từ chuyên gia. Người chơi có thể tham khảo và lựa chọn sử dụng nếu cảm thấy phù hợp.